January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 8:15 pm

শেষের দুই গোলে জয় পেল মোহামেডান

অনলাইন ডেস্ক :

স্বাধীনতা কাপের উদ্বোধনী দিনে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্তে দুই গোল করে স্বস্তির জয় পেয়েছে সাদা-কালোরা। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে রাখে জাতীয় দলের বেশ কয়েকজনকে নিয়ে গড়া নৌবাহিনী। কিন্তু ৮৪ ও ৮৭ মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় সাদা-কালোরা। ৮৩ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন সোলেমান দিয়াবাতে। তিন মিনিট বাদে গোল করেন জাফর ইকবাল। এতেই জয় নিশ্চিত হয় ঐতিহ্যবাহী দলটির।