January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 7:33 pm

ওচোয়ার পঞ্চম বিশ্বকাপ

অনলাইন ডেস্ক :

২০১৪ বিশ্বকাপের কথা এলে মেক্সিকো গোলকিপার গুইলারমো ওচোয়ার বীরত্বও প্রসঙ্গক্রমে চলে আসবার কথা। সেবার মেক্সিকো গোলকিপার একাই ব্রাজিলকে রুখে দিয়েছিলেন। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপারকে নিয়েই কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন মেক্সিকো কোচ জেরার্ডো মার্টিনো। ওচোয়ার মতো দলে আছেন ৩৬ বছর বয়সী মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদোও। দুজনেরই এটা পঞ্চম বিশ্বকাপ। রিয়াল বেতিসের হয়ে খেলা গুয়ার্দাদোর মতো ইউরোপে খেলা ৯জন ডাক পেয়েছেন এই দলে। চোটের কারণে বাদ পড়েছেন উইঙ্গার জেসুস কোরোনা। তিন বিশ্বকাপ খেলা হাভিয়ের হার্নান্দেজেরও জায়গা হয়নি। মেক্সিকোর সেরা সাফল্য ১৯৭০ ও ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনাল। দুইবারই তারা ছিল আয়োজক। বিশ্বকাপে গ্রুপ সি’তে খেলবে মেক্সিকো। ২২ নভেম্বর তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। একই গ্রুপে তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে ২৬ নভেম্বর। তার পর ৩০ নভেম্বর তাদের প্রতিপক্ষ সৌদি আরব।
মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: গুইলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রোডোলফো কোতা
ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ
মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতিরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো
ফরোয়ার্ড: রোগেলিও ফুনেস মোরি, রাউল জিমিনেজ, হারভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগা।