অনলাইন ডেস্ক :
যার হাত ধরে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়, যার হাত ধরে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, তাকে ছাড়া ৫০ ওভারের ফরম্যাটের দল ভাবা যায়? ইংলিশ ক্রিকেটে তেমনটাই হচ্ছে। কিছুদিন আগেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। কিন্তু ম্যাচ জেতানোর অসাধারণ দক্ষতার কারণে তাকে ফের ওয়ানডে দলে চান সাদা বলের ইংলিশ কোচ ম্যাথু মটস। আগামী বছর ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে বেন স্টোকসকে চান ইংল্যান্ড দলের এই অস্ট্রেলিয়ান কোচ। তিনি বলেছেন, ‘স্টোকস যখন অবসর নেওয়ার কথা আমাকে বলেছে, আমি বলেছিলাম যেকোনো সিদ্ধান্তেই আমি তার পাশে আছি। সঙ্গে তাকে এটাও জানিয়েছিলাম, সে অবসর না নিলেও পারে, প্রয়োজনে কিছুদিন ওয়ানডে থেকে দূরে থাকতে পারে। আমি তাকে বলেছি, তুমি যেকোনো সময়ে অবসর ভেঙে ফিরতে পার। যদিও এটা তার সিদ্ধান্ত। আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ, তাই স্বাভাবিকভাবেই আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলব না। ওয়ানডে দলে তাকে পেলে দারুণ কিছু হবে। ‘তবে অবসর ভেঙে ইংলিশ অল-রাউন্ডারের ওয়ানডে ক্রিকেটে ফেরার বিষয়ে ভিন্নরকম মতামতই দিয়েছেন ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘কোনো কিছুই চিরস্থায়ী নয়। কে জানে, কী হবে। স্টোকস টেস্ট ক্রিকেট নিয়ে ভাববে, আমি চাই না সে অন্য কিছু নিয়ে এ মুহূর্তে ভাবুক। ‘ তার কথায় মনে হচ্ছে, টেস্ট অধিনায়ক স্টোকসকে লাল বলেই তিনি মনযোগ দিতে বলছেন। স্টোকসের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে সাফল্যও পাচ্ছে ইংল্যান্ড। তবে অবসর ভাঙা নিয়ে এখনো মুখ খোলেননি স্টোকস।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার