অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যখন আইপিএলের আরেকটি ‘মিনি নিলাম’ এর দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন একে একে সরে দাঁড়াচ্ছেন এই ফরম্যাটের বড় তারকারা। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের পর এবার আইপিএলে না খেলার ঘোষণা দিলেন টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন কাইরন পোলার্ড। এই ক্যারিবিয়ানকে অবশ্য ভিন্ন ভূমিকায় দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে আইপিএলের দল মুম্বাইয়ে নয়, আরব আমিরাতের নতুন লিগে মুম্বাইয়ের দলে তিনি কোচিং করাবেন। ২০১০ সালে গোপন টাইব্রেকারের মাধ্যমে পোলার্ডকে দলে নিয়েছিল মুম্বাই। সেই থেকে রোহিত শর্মার দলেই খেলেন পোলার্ড। প্রতি মৌসুমেই নিলামের আগেই পোলার্ডকে ধরে রেখেছে মুম্বাই। ২০২২ আসরেও প্রায় ৮ লাখ মার্কিন ডলার দিয়ে তাকে রেখে দিয়েছিল আইপিএলের সফলতম দলটি। কিন্তু পোলার্ড ১১ ম্যাচে ১৪.৪০ গড় ও ১০৭.৪৬ স্ট্রাইক রেটে মাত্র ১৪৪ রান করেছিলেন। এটাই ছিল আইপিএলে পোলার্ডের সবচেয়ে বাজে মৌসুম। তার দলের পারফর্মেন্সও ছিল করুণ। মঙ্গলবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের সঙ্গে দেওয়া যৌথ এক বিবৃতিতে পোলার্ড বলেছেন, ‘আরও কয়েক বছর খেলতে চাই বলে সিদ্ধান্তটা সহজ ছিল না আমার জন্য। তবে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে আলোচনার পর আইপিএলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। অসাধারণ এক ফ্র্যাঞ্চাইজি। যাদের দুর্দান্ত সব অর্জন আছে। আমি মনে করি এখন তাদের পরিবর্তনের দরকার। এ ছাড়া আমি যদি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে না খেলি, তাহলে মুম্বাইয়ের বিপক্ষেও নিজেকে কল্পনা করতে পারব না। ‘
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার