পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাভারে কয়েকজন ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন।
সোমবার(১৪ নভেম্বর) মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় তিনি এই হামলার শিকার হন।
আহত আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কামাল উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আবু বকর একটি প্রশিক্ষণে অংশ নিতে এখানে এসেছিলেন।
রাতে আবু বকর সিএনবি এলাকা দিয়ে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে আহত করে।
পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা