নিজস্ব প্রতিবেদক :
দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্তের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। গেল বৃহস্পতিবার অঞ্জন দত্ত এ বিষয়ে চঞ্চল চৌধুরীর সাথে কথা বলেন। আগামী অক্টোবরে এ ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বয়ং অঞ্জন দত্ত। এ বিষয়ে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘শ্রদ্ধেয় অঞ্জন দত্ত দাদার সঙ্গে আমার এরইমধ্যে দুই-তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজ শুরু করবো। আর এটাও সত্যি যে তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। বাদবাকি সব সময়ের উপর নির্ভর করছে। তবে মনে হচ্ছে এই কাজটা হয়তো করা হবে।’ এদিকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’র একদিনের শুটিং এখনো বাকী। চঞ্চল চৌধুরী জানান, আগামী শোক দিবসের আগে বা পরে এই ওয়েব সিরিজের শুটিং করার মধ্য দিয়েই তিনি কাজে ফিরবেন। এর পরপরই তিনি শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ওয়েব সিরিজ ‘বলি’র কাজে অংশ নিবেন। এটা শেষ করেই তিনি একই পরিচালকের ওয়েভ ফিল্মেও কাজ করবেন। তারপর তানিম নূরের পরিচালনায় অন্য একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে চঞ্চল চৌধুরীর।
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়