অনলাইন ডেস্ক :
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। লাইফ সাপোর্টে থাকা এই তারকার অবস্থা গত বৃহস্পতিবার রাত থেকে আরও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, গত বৃহস্পতিবার রাত থেকেই শরীর পুরো অসাড় ঐন্দ্রিলার। মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চোখের পাতাও নড়ছে না অভিনেত্রীর। কলকাতার সবচেয়ে নামিদামি সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরাও কয়েক দফায় দেখে গেছেন অভিনেত্রীকে। কিন্তু আশার আলো ক্ষীণ। চিকিৎসকরা এক বিবৃতিতে কলকাতার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের গড় মাত্রা থাকা উচিত ১৫-এর মধ্যে অন্তত ১৪। এই স্কেলে কোনো রোগীর মান নির্ধারিত হয় চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে। আর ঐন্দ্রিলার ক্ষেত্রে যা অনেকটাই কম, মাত্র ৩, যা ভালো খবর নয়। তবে হাল ছাড়েনি অভিনেত্রীর পরিবার। এখনও ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ঐন্দ্রিলাকে ফিরিয়ে আনতে সর্বক্ষণ পাশে রয়েছেন তার মা, দিদি এবং সব্যসাচী।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত