অনলাইন ডেস্ক :
টানা দুই জয়ে স্বাধীনতা কাপের শেষ আট নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে কিংস। জোড়া গোল ডোরিয়েল্টন গোমেজের, অন্যটি রাকিব হোসেনের। এর আগে প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ১৪-০ গোলে বিধ্বস্ত করেছিল অস্কার ব্রুজোনের দল। নবাগত আজমপুরের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রবসন রোবিনহোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন। প্রথমার্ধে আরো কয়েক বার আক্রমণ শানায় কিংস কিন্তু আজমপুরের গোলরক্ষক রাজীবকে পরাস্ত করতে পারেনি। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডোরিয়েল্টন গোমেজ। দ্বিতীয়ার্ধের যোগ করা প্রথম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ডরিয়েল্টন। দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে ফকিরেরপুলকে ৪-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। টানা দুই জয়ে শেষ আট নিশ্চিত হয়েছে তাদেরও। প্রথম ম্যাচে আজমপুরকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আবাহনী।

আরও পড়ুন
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ