জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.নকিব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর নবনির্বাচিত ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর মো.আবদুল মান্নান লোটাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম, সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.শাহাদাত হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মো.ইউসুফ আলী এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম প্রমুখ।
পরে মো.নকিব উদ্দিনকে সভাপতি,মো.নুরুল হকে সহ-সভাপতি, মো.ইসমাইলকে সাধারণ সম্পাদক, মো.মোয়াজ্জেম হোসেনকে কোষাধ্যক্ষ এবং সদস্য হিসেবে রমা রায়কে নির্বাচিত করা হয়। সাধারণ সভা শেষে অতিথিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরন করা হয়েছে।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি