নিজস্ব প্রতিবেদক :
আগেই সিদ্ধান্ত হয়েছিল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলে পরিচিত সাফ ফুটবল বাংলাদেশে হবে না। নতুন আয়োজক হিসেবে আবেদন করেছিল নেপাল ও মালদ্বীপ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন(সাফ) সোমবার দুপুরে জরুরী নির্বাহী কমিটির সভাতে মালদ্বীপকেই নতুন ভেন্যু হিসেবে ঘোষণা করেছে। এর ফলে প্রথমবারের মতো মালেতে আগামী ১ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সর্ব সম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত নিয়েছে সাফ ফুটবল মালদ্বীপে হবে। কারণ মালদ্বীপের করোনা পরিস্থিতি নেপালের চেয়ে ভালো। টিকা দেওয়ার হারও বেশি। তাই সবাই মালদ্বীপকে ভেন্যু করতে চেয়েছে।’ আপাতত ৫টি দেশ নিয়ে হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, মালদ্বীপ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ভুটান তিন দিন সময় চেয়েছে। এর মধ্যে তারা জানাবে খেলবে কিনা। আর ফিফার নিষেধাজ্ঞায় পড়ে ফুটবল থেকে নির্বাসিত রয়েছে পাকিস্তান। ৬টি দেশ হলে দুই গ্রুপে খেলা হবে। আর ৫টি দেশ হলে লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। ট্রফির লড়াইয়ে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে।
আরও পড়ুন
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?