January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 8:15 pm

সাইফউদ্দিনের ৫ উইকেট

অনলাইন ডেস্ক :

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জায়গা পেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের পরই স্কোয়াডে হঠাৎ পরিবর্তন আনে বিসিবি। সেই পরিবর্তনে কাটা পড়ে সাইফউদ্দিনের নাম। ফলে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়া সাইফউদ্দিনকে নিউজিল্যান্ড থেকেই ফিরে আসতে হয়েছে। দেশে ফিরে তার পর কঠোর পরিশ্রম করছিলেন। যার ছাপ রাখলেন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই। বিসিএলের ওয়ানডে ফরম্যাট রোববার মাঠে গড়িয়েছে। সাভারের বিকেএসপিতে চারটি দল মুখোমুখি হয়েছে। চার নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন। নর্থ জোনের দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদের সামনে রীতিমতো নাভিশ্বাস উঠেছে বিসিবি সাউথজোনের। এদিন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাইফ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার এনামুল হক বিজয়কে (১২) ফিরিয়েছেন। এরপর তিন নম্বরে নামা জাকির হাসানকে (০) রানের খাতা খুলতে দেননি। নাসির হোসেনকে (৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে নিজের তৃতীয় উইকেট শিকার করেন সাইফ। পরে জিয়াউর রহমানকে (২) এলবিডাব্লিউ ও নাসুম আহমেদকে (৭) রাকিবুল হাসানের ক্যাচ বানিয়ে ৫ উইকেটের কোটা পূরণ করেছেন। সবমিলিয়ে ৮ ওভারে ৩০ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেসারদের নিয়ে বিশেষভাবে কাজ করেছিলেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তারই একটি ছিল ‘টায়ার থেরাপি’। কেটে অর্ধেক করা একটি টায়ার রাখা হচ্ছিল ইয়র্কার লেন্থে। বোলারদের বলা হয়েছে এই অর্ধেক টায়ারের ভেতর দিয়ে বল ফেলতে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা এভাবে বোলিং করে সফলও হয়েছেন বিশ্বকাপে। বিসিএল শুরুর আগে মিরপুরে টায়ারে অনুশীলন করেছিলেন সাইফউদ্দিনও। স্থানীয় কোচ তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে নিবিড় অনুশীলন করেছেন তিনি। বলা যায়, পেস বোলিং এই অলরাউন্ডার অনুশীলনের ফল হাতে নাতেই পেয়েছেন।