অনলাইন ডেস্ক :
প্রায় ৫২ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন অভিনেতা-গায়ক মনোজ তিওয়ারি। নিজের ইনস্টাগ্রামে স্ত্রী সুরভির সাধ অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে এ তথ্য জানিয়েছেন এই রাজনীতিবিদ। ঘটা করে স্ত্রীর সাধ অনুষ্ঠান পালন করেন মনোজ। ভিডিওতে দেখা যায়, রাজকীয় আয়োজনে পালন করা হচ্ছে সাধ অনুষ্ঠান। এতে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন সাজসজ্জা সবাইকে মুগ্ধ করবে। এ ভিডিওর ক্যাপশনে মনোজ তিওয়ারি লিখেছেন-‘কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।’ মনোজ তিওয়ারির দ্বিতীয় স্ত্রী সুরভি। ২০২০ সালে এ দম্পতির সংসার আলো করে আসে তাদের প্রথম কন্যা সন্তান। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান এবং মনোজের তৃতীয় সন্তান। বিজেপির রাজনীতিতে সক্রিয় মনোজ তিওয়ারি। রাজনীতিতে যোগ দেওয়ার কারণে অভিনয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে। ২০১৪ সালে ‘দেবরা ভেল দিওয়ানা’ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ২০১০ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে দেখা যায় ভোজপুরি এই অভিনেতাকে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!