January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 23rd, 2022, 7:46 pm

পরীর কষ্ট কমাতে যা করলেন রাজ

অনলাইন ডেস্ক :

গোটা বিশ্ব মেতে উঠেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। এ তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশের সাধারণ মানুষ থেকে তারকারাও। গ্রুপপর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। এ পরাজয়ে আর্জেন্টিনার ভক্তরা মুখ থুবড়ে পড়েন হতাশায়। এ তালিকায় আছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণিও। গত মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ হেরে যায় আর্জেন্টিনা। এ হারে কোটি ভক্তের মতো পরীমণিও কষ্ট পেয়েছেন। আর তার কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছেন তার স্বামী শরিফুল রাজ। বুধবার (২৩ নভেম্বর) রাতে পরী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। সেই ছবিতে দেখা যায়, রাজ তাদের সন্তানকে কোলে নিয়ে আছেন, আর রাজের গায়ে আর্জেন্টিনার জার্সি। ছবিটির সঙ্গে পরী ক্যাপশনে লিখেছেন: ‘উনি (রাজ) ব্রাজিলের সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে!’ মাঝে পরীর স্ট্যাটাস দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো তাদের সংসারের ভবিষ্যৎ ভালোর দিকে নেই। তবে তাদের একজনের প্রতি অপরজনের কেয়ারিং দেখে বোঝা যাচ্ছে, বেশ ভালোই আছেন তারা।