ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক হোসেন শেখ (২৫) এবং হেলপার ইমন (১৯)।
হাসাড়া হাইওয়ে পুলিশ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও অপর ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোরে নিহত হোসেন ও ইমনের লাশ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক উৎপল কুমার জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাজেন্দ্রপুর এলাকায় থাকা অবস্থায় মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক মুখোমুখি অপর ট্রাককে চাপা দিলে ঘটনাস্থলে চালক ও হেলপার মারা যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানায়, ঘটনাস্থল থেকে ট্রাক দু’টি উদ্ধার করে হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
র্যাবের যৌথ অভিযানে রংপুরের জোড়া খুনের আসামি ঢাকা থেকে গ্রেফতার
রংপুর রেঞ্জের আনসার ও ভিডিপি‘র কার্যক্রম ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই