Wednesday, November 23rd, 2022, 9:23 pm

চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৮ মিনিটে জব্দ করল জাপান

অনলাইন ডেস্ক :

শুরু থেকে একের পর এক আক্রমণে জাপানকে কাঁপিয়ে দিল জার্মানি। পেনাল্টি গোলে এগিয়েও গেল তারা। বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়ে থাকা জাপান চমক দেখাল শেষ দিকে। আট মিনিটের দুই গোলে জার্মানদের স্তব্ধ করে অসাধারণ এক জয় তুলে নিল এশিয়ার দলটি।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে জাপান।

জার্মানির বিপক্ষে তিনবারের দেখায় জাপানের প্রথম জয় এটিই। সেটিও এলো বিশ্ব মঞ্চে দুই দলের প্রথম দেখাতেই।

(বিস্তারিত আসছে)