জেলা প্রতিনিধি, সিলেট :
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সিলেট এর প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৩ নভেম্বর বুধবার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সাতমাইলস্হ ব্যাটালিয়ন এর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন হয়।
প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খোঃ ফরিদুল ইসলাম।
অনুষ্টানে উপস্থিত ছিলেন ৭ এপিবিএন সিলেট এর সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম ওবায়েদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (সঃ) হুমায়ুন কবির এবং অত্র ইউনিটের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচে যমুনা ২ শূন্য গোলে পদ্মাকে পরাজিত করে । খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরন করেন ৭ এপিবিএন, সিলেট এর অধিনায়ক খোঃ ফরিদুল ইসলাম।
আরও পড়ুন
মনিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালকের বিরুদ্ধে শিল্পীদের সম্মানী ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ব্যাহত হচ্ছে সেবার মান; মৌলভীবাজার চক্ষু হাসপাতালে স্বজনপ্রীতি