টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়ায় গণপূর্ত বিভাগের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহত শিক্ষার্থীর নাম নূরুল আবসার জুয়েল (২৪)। তিনি ভাসানী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
আবসার জুয়েলের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল শ্রীমুরা এলাকায়। পিতার নাম কবির আহমদ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. নবীন জানান, রাত সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়িয়ে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন জুয়েল।
গণপূর্ত বিভাগের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তার মৃত্যু খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী