মোঃ সাইফুল ইসলাম তালুকদার :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেচ পাম্পের তার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামে।
জানা যায়, নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের হোসেন আলী ছেলে সোহেল মিয়ার (৩০) কাছ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আ: জব্বার (৫০) ৬মাস পূর্বে সেচ পাম্পের তার ধার নেন। দীর্ঘদিন পরও তার ফেরত না দেয়ায় মঙ্গলবার সকালে আ: জব্বারের ফিসারির পাড়ের মেইন সুইজ অফ করে সোহেল সেচ পাম্পের তার খুলতে যায়। এসময় ঘরের ভিতর থেকে কে বা কারা সুইজ অন করে দিলে সোহেল বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে বড় ভাই মতি মিয়া সোহেলকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এস আই আমিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় প্রশাসনের সাথে অলোচনা পূর্বক দাফনের জন্য ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার