অনলাইন ডেস্ক :
বলিউডে যেন সবসময়ই হট টপিকে থাকেন কারিনা কাপুর খান। কখনও প্রথম সন্তানের নাম তৈমুর রাখায়। কখনও দ্বিতীয় সন্তানকে কেন্দ্র করে। আবার কখনও শরীরচর্চার ভিডিও প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত জীবন ভাগ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘তৃতীয় সন্তানের’ ছবি পোস্ট করলেন তিনি। যা নিয়ে জল্পনা তুঙ্গে। তাহলে কি ফের মা হলেন কারিনা? ইতিমধ্যেই দুবার মা হয়েছেন তিনি। আর মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে তাই এবার বইও লিখে ফেলেছেন। নাম দিয়েছেন ‘প্রেগনেন্সি বাইবেল’। কারিনা কাপুরের এই বই মুক্তি পেতে আর মাত্র একটা দিন বাকি। তার আগে সেই বইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। শুধু তাই নয়। নিজের লেখা বই ‘প্রেগনেন্সি বাইবেল’কে নিজের তৃতীয় সন্তান বলেও উল্লেখ করলেন অভিনেত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই কারিনা কাপুর খানের লেখা বই ‘প্রেগনেন্সি বাইবেল’-র নাম নিয়ে বেশ বিতর্ক দেখা দিয়েছিল। যেখানে কিছু মানুষ অভিযোগ তুলেছিলেন যে, বাইবেল খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ। এবং নায়িকা সেই ধর্মগ্রন্থের সঙ্গে প্রেগনেন্সি কথাটি যোগ করায়, তাঁদের ধর্মে আঘাত লেগেছে। যদিও এই বিতর্ক প্রসঙ্গে কোনো মত প্রকাশ করেননি নায়িকা।
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়