নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে ২ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ আয়োজন করা হয়েছে । মঙ্গলবার সকালে ফিতা কেটে রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি এ এফ এম আঞ্জুমান কালাম বিপিএম,পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী ।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান।
মেলা চত্বরে বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়ন যথাক্রমে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা . শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপন করা হয়। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় সরকারি ও বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হতে নাগরিকবান্ধব ডিজিটালসেবা প্রদানের ব্যবস্থা থাকছে, পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। মেলায় সেবা প্রদানকারী এ অফিস,প্রতিষ্ঠানসমূহের ৫৩টি দপ্তর অংশগ্রহণ করেছে। মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্য হতে ৩টি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হবে। এ ছাড়াও কুইজ, অলিম্পিয়াডে বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হবে।##
আরও পড়ুন
মুরাদনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির ১৭ সদস্য কমিটি গঠনঃ সভাপতি নারায়ন দেব নাথ সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান
রংপুরে বিশ্ব জনসংখা দিবস পালিত
খুলনা ওয়াসার ‘নকশাকারক’ চলেন অফিসারের ভঙ্গিতে