January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 30th, 2022, 7:43 pm

ফেসবুকে ভালোবাসার দীর্ঘ স্ট্যাটাস দিলেন পরিমনি

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। নিজের কর্মকা-ের জন্য বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পরীমণি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সংসার ও ব্যক্তিজীবনের বিভিন্ন আনন্দঘন মুহূর্ত শেয়ার করেন। এতে সহজেই ভক্ত-শুভাকাক্সক্ষীদের সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি। শুভাকাক্সক্ষীরাও প্রিয় তারকাকে নিয়ে কৌতূহল মেটাতে পারেন।এবার তিনি ভালোবাসা নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে। মঙ্গলবার রাত ১২টায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি। যেখানে তিনি লেখেন- ‘যদি একজন মানুষ গভীরভাবে এবং পাগলের মতো আপনাকে ভালোবাসে, তা হলে তাকে আপনার থেকে কেউ চুরি করতে পারবে না। যদি তার চোখ দুটোয় শুধু আপনি থাকেন, তা হলে অন্য কোনো নারী তার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না।’‘একজন মানুষ যদি আপনাকে সত্যিই ভালোবাসে এবং আপনার মনকে তার নিজের মনে করে, তাহলে কেই তাকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সে কখনোই আপনার সঙ্গে অসৎ আচরণ করবে না এবং প্রতারণা করবে না। তিনি যদি সত্যিই আপনাকে ভালোবাসেন, তবে আপনার কষ্ট বুঝবেন এবং তার ভালোবাসা দিয়ে নিরাময় করবেন আপনাকে।’তিনি লিখেছেন, ‘সেই মানুষটি যদি আবেগতাড়িত থাকেন এবং আপনার অনুভূতির প্রতি যতœবান হয়ে থাকেন, তা হলে তিনি কখনোই এমন কিছু করবেন না, যা কাঁদায় আপনাকে। তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে আঘাত করবেন না আপনাকে এবং কখনোই আপনাকে চোখে অশ্রু নিয়ে বিছানায় যেতে দেবেন না।’ সবশেষ অভিনেত্রী লিখেছেন ‘একজন মানুষ সত্যিই ভালোবাসলে সে চিরদিন আপনার পাশে থাকবে এবং পৃথিবীর কোনো কিছুই আপনার প্রতি থেকে তার অনুভূতি ও ভালোবাসা পরিবর্তন করতে পারবে না।’