January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 30th, 2022, 8:03 pm

১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

আগামীকাল থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে স্বাগতিক পাকিস্তান। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে ইংলিশরা। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায়। ২০০৫ সালে নভেম্বরে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড। ঐ সফরে তিন টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো দু’দল। টেস্ট সিরিজ ২-০ ও ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। এরপর নিরাপত্তার কারণে পাকিস্তান সফর করেনি গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা ইংল্যান্ড। ২০০৫ সালের পর এ বছরের সেপ্টেম্বরে প্রথম পাকিস্তান সফর করে ইংলিশরা। বিশ্বকাপের আগে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-৩ ব্যবধানে জিতেছে সফরকারী ইংল্যান্ড। এবারের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে খেলার আশা এখনও রয়েছে পাকিস্তানের। এজন্য নিজ ম্যাচগুলোতে তো জিততেই হবে। সেই সাথে বর্তমানে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা দলগুলোর হারের প্রত্যাশা করতে হবে পাকদের। ইংল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে। ১০ ম্যাচে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৫১ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে পাকিস্তান। ১৯ ম্যাচে ৩৮ দশমিক ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে ইংল্যান্ড।