January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 2nd, 2022, 7:39 pm

‘হ্যারি অ্যান্ড মেগান’ সিরিজের টিজার প্রকাশ

অনলাইন ডেস্ক :

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রেম জীবনের উত্থান পতনের গল্প নিয়ে নির্মিত নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ ‘হ্যারি অ্যান্ড মেগান’-এর একটি নতুন টিজার উন্মোচন করা হয়েছে। প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস তাদের মার্কিন সফরের জন্য ম্যাসাচুসেটসের বোস্টনে অবতরণ করার একদিন পর টিজারটি উন্মোচিত হয়। ৫০ সেকেন্ডের টিজারটি চমৎকার আবহ সঙ্গীতের সঙ্গে নাটকীয়তায় ভরপুর মনে হচ্ছে। সাক্ষাৎকারের সময় মেগান এবং হ্যারির কথোপকথনগুলো যথেষ্ট আবেগপূর্ণ ছিল। টিজারটি মুক্তির পরপরই বেশ সাড়া ফেলেছে। টিজারে হ্যারিকে বলতে শোনা যায় যে, “বন্ধ দরজার পেছনে কি ঘটছে তা কেউ দেখতে পাচ্ছে না। আমার পরিবারকে রক্ষা করার জন্য আমি যা করতে পারি, তা আমাকে করতে হয়েছে। ” এরপর মেগান ক্যামেরার সামনে বলেন, “যখন দাপট এত বেশি হয় তখন আমাদের কাছ থেকে আমাদের গল্প শোনার কি আর কোনো মানে হয়?” হ্যারি এবং মেগানের প্রেম, সম্পর্ক এবং রাজপরিবারের বিরুদ্ধে গিয়ে দাম্পত্য জীবন শুরুর পথে সমস্তা বাধা-বিপত্তি কাটিয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত সিরিজটিকে নেটফ্লিক্সের পক্ষ থেকে ‘অভূতপূর্ব এবং গভীর তথ্যচিত্র সিরিজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ডকুমেন্টারিতে হ্যারি এবং মেগানের না জানা অনেক অধ্যায় ও ব্রিটিশ রাজপরিবারের পদক্ষেপ সহ তাদের জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। সিরিজের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় পর্বের সিরিজটি হ্যারি ও মেগানের প্রারম্ভিক প্রেমের গোপন দিনগুলো এবং চ্যালেঞ্জগুলোকে সামনে আনতে যাচ্ছে। হ্যারি মেগানের বন্ধু ও পরিবারের সদস্যদের বক্তব্য সহ ডকুমেন্টারিটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। তারা যা দেখেছেন এবং যা সম্পর্কে আগে কখনও প্রকাশ্যে কথা বলেননি, সেই সঙ্গে ব্রিটিশ কমনওয়েলথের অবস্থা নিয়ে আলোচনা করা ইতিহাসবিদদের বক্তব্য এবং মিডিয়ার সাথে রাজপরিবারের সম্পর্ক নিয়ে নির্মিত সিরিজটি হ্যারি-মেগান দম্পতির প্রেমকে উপস্থাপনের চেয়েও অনেক গভীর বিষয়বস্তু নিয়ে নির্মিত। টিজারে যদিও কোনো রিলিজের তারিখ ঘোষণা করা হয়নি, তবে নেটফ্লিক্স অনুসারে সিরিজটি শীঘ্রই আসছে। সূত্র : সিএনএন নিউজ