অনলাইন ডেস্ক :
বৃহদান্ত্র থেকে টিউমার অপসারণের পর নিয়মিত হাসপাতালে যাতায়াত ছিল পেলের। চলছিল কেমোথেরাপি। হঠাৎ উদ্বেগ জনক খবরে জানা যায়, তাকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ইএসপিএন ব্রাজিল জানিয়েছিল, ৮২ বছর বয়সী সাবেক ফুটবলার হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। প্রত্যাশিত ফল মিলছে না কেমাতেও। গত বৃহস্পতিবার ব্রাজিল কিংবদন্তি ইন্সটাগ্রামে জানিয়েছেন, তিনি মূলত মাসিক নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে গেছেন। কাতারে একটি ভবনে তিনবার বিশ্বকাপ জয়ী পেলের মুখম-লের দৃশ্য প্রদর্শিত হচ্ছে- এমন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমি হাসপাতালে মাসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছি।’এ সময় অসংখ্য ভক্তদের খুদে বার্তায় সিক্ত হয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়ে পেলে আরও লিখেছেন, ‘আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য ইতিবাচক বার্তা পাওয়া সব সময়ই দারুণ। সেজন্য ধন্যবাদ। কাতারকেও ধন্যবাদ আমাকে এভাবে শ্রদ্ধা জানানোর জন্য।’ ২০২১ সালের সেপ্টেম্বরে বৃহদান্ত্র টিউমার অপসারণ করা হয় পেলের। তার পর থেকে চিকিৎসাও চলমান। মঙ্গলবার সাউ পাউলোর একটি হাসপাতালে ক্যানসার চিকিৎসার সর্বশেষ অবস্থা মূল্যায়নে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন
ব্রাজিল বিশ্বকাপ, অলিম্পিকের হাতছানি ঋতুপর্ণাদের
ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বুলবুল
মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বের পথে বাংলাদেশ