January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 2nd, 2022, 8:03 pm

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল জয়

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড সফরে বিভীষিকাময় শুরু করল বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা অল-আউট হয়ে গেছে মাত্র ৩২ রানে! স্বাগতিক নিউজিল্যান্ড ১৩২ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল। বাংলাদেশের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৬ রান করেছেন রিতু মনি। অন্যদিকে ৬ রানে ৪ উইকেট নিয়েছেন লিয়া তাহাহু এবং ৮ রানে ৩ উইকেট নিয়েছেন হ্যালি জেনসেন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই আসে ৮৪ রান। দুই ওপেনার সোফি ডিভাইন ৩৪ বলে ৪৫ আর সুজি বেটস ৩৩ বলে ৪১ রান করেন। তিনে নামা অ্যামেলিয়া কের করেন ২১ বলে ২৭ রান। বাংলাদেশি বোলারদের বেদম পিটিয়ে ম্যাডি গ্রিন ২৩ বলে ৩৬* আর লিয়া তাহুহু ৯ বলে ১৩* রানে অপরাজিত থাকেন। রান তাড়ায় নেমে কিউই বোলাদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন। এরপর টপাটপ উইকেট পড়তে থাকে। ১৪.৫ ওভারে মাত্র ৩২ রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। ২০১৮ সালের অক্টোবরে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে তারা মাত্র ৩০ রানে অল-আউট হয়েছিল!