মো: সাকিক হারুন ভূঁইয়া:
শেষ হলো ১৯ দিনের কঠোর বিধিনিষেধ। আজ থেকে সড়কে চলছে সবধরণের গণপরিবহণ । গণপরিবহণগুলোতে সব আসনে বসতে পারবেন যাত্রীরা।
তবে করোনা পূর্ববর্তী সময়ের মতোই নিতে হবে ভাড়া। অর্থাৎ অতিরিক্ত ভাড়া থাকছে না। তবে, সব আসনে যাত্রী নিয়ে চলছে ট্রেন।
এদিকে, আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে শপিংমল, মার্কেট, দোকান-পাট ও রেস্টুরেন্ট। সকাল থেকে প্রধান সড়কগুলোতে রয়েছে গাড়ির চাপ। ট্রাফিক সিগনালে কোথাও কোথাও ১০ থেকে ১৫ মিনিটের যানজটও লক্ষ্য করা যায়।
তবে, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া বিধিনিষেধ উঠে গেলেও বন্ধ থাকছে দেশের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে শুরু হয় বিধিনিষেধ। তবে ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে বিধিনিষেধের মেয়াদ আরো সাতদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
বিধিনিষেধ বাড়ানো নিয়ে ৫ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। এরপর সর্বশেষ ৮ আগস্ট বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী মঙ্গলবার রাত ১২টার পর থেকে বিধিনিষেধ শিথিল কার্যকর হয়েছে।
আরও পড়ুন
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
সুপার স্টার গ্রুপের ‘ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি’
৪৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ফি ১০০ টাকা