January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 2nd, 2022, 4:40 pm

রংপুরে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা ব্যক্তিদের জন্য মোবাইল থেরাপি ভ্যান চালু

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলার প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য মোবাইল রিহ্যাবিলেটেশন ভ্যান-৩৯ এর  উদ্বোধন গতকাল করা হয়েছে।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার  মো: সাবিরুল ইসলাম।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি  এ এফ এম আনজুমান কালাম, বিপিএম (বার), রংপুরের পুলিশ সুপার  মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম, রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন প্রমুখ। রংপুরের জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,রংপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ তাদের পিতা মাতা ও রংপুরের সুধিজন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সরকার রংপুরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দেবার জন্য এনিয়ে দুটি থেরাপি ভ্যান উপহার হিসেবে দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র্যের কর্মকর্তা তাপস কুমার বর্মা।