January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 4th, 2022, 7:21 pm

৬ বছর পর ডটিংয়ে ড্রিউ ব্যারিমোর

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৬ বছর একাকী জীবন অতিবাহিত করার পর আবারো ডেটিং করছেন হলিউডের লাস্যময়ী অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন যে তিনি ছয় বছরেরও বেশি সময় অবিবাহিত থাকার পরে এখন আবার ডেটিং করছেন। ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-এর বৃহস্পতিবারের পর্বে উপস্থিত অতিথি হুপি গোল্ডবার্গকে ব্যারিমোর বলেছেন যে তিনি একা থাকতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন। অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে থাকার পর তিনি অনুভব করতে পেরেছেন যে তাঁর এখন ডেটিং করা উচিত।অভিনেত্রী স্বীকার করেছেন যে অবশেষে তিনি আবার ডেটিং শুরু করেছেন! শো’তে উপস্থিত ‘সিস্টার অ্যাক্ট’ তারকা হুপি গোল্ডবার্গকে ব্যারিমোর জিজ্ঞাসা করেছিলেন, “আপনি শেষ বার যখন এখানে ছিলেন, আমরা দুজনেই তখন সিঙ্গেল ছিলাম। আপনি তখন আর ডেটিং করেননি। আপনি কি এখন ডেটিং করছেন?” যদিও গোল্ডবার্গ উত্তরে বলেছেন যে তিনি কোনো গুরুতর সম্পর্কে জড়াতে চান না, তবে ব্যারিমোরকে ডেটিং করার পরামর্শ দিয়েছেন তিনি। গোল্ডবার্গ পরামর্শ দিয়ে বলেন, “নিজের মনের মতো কাউকে খুঁজে না পাওয়া পর্যন্ত ‘হিট এ- রান’ একটি ভাল উপায় হতে পারে আপাতত। তাই ডেটিং করাই উত্তম। এই মুহূর্তে, আপনি যা খুঁজছেন তা নাও হতে পারে। সম্ভবত এই কারণেই আপনি ভালো করছেন এখন। ’ এরপর কথোপকথনের একপর্যায়ে ব্যারিমোর বলেন যে তিনি ডেটিং করছেন। তবে এর বেশি কিছু বলেননি অভিনেত্রী। এর আগে একটি ব্লগ পোস্টে অভিনেত্রী বলেছিলেন যে তিনি সেই ধরণের ব্যক্তি নন যে কেবলমাত্র যৌনতার জন্য অন্তরঙ্গ সম্পর্ক করে। যৌনতার প্রয়োজনে যেখানে সেখানে যাওয়ার মতো মানুষ তিনি নন এবং তিনি একাকী থাকতেই বেশি পছন্দ করছেন বলেই জানান ব্যারিমোর। ২০১৬ সালে সাবেক স্বামী উইল কোপেলম্যানের থেকে আলাদা হওয়ার পর থেকে ব্যারিমোর ছয় বছর ধরে কোনো অন্তরঙ্গ সম্পর্কে জড়াননি। ব্যারিমোর বলেছিলেন, যে মানুষটিকে বিয়ে করেছেন এবং যার সন্তান ধারণ করেছেন তাঁর সাথে পুরো জীবন কাটাতে না পেরে তিনি ‘বিধ্বস্ত’ অনুভব করছেন। তাই তিনি আর কোনো সম্পর্কে জড়াননি। তিনি এখন ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই আছেন। তাঁর দুই মেয়ের নাম অলিভ এবং ফ্রাঙ্কি। অবশেষে দীর্ঘ ছয় বছর পর নিজের একাকী জীবন থেকে বেরিয়ে ডেটিং করার কথা জানালেন অভিনেত্রী। ভক্তদের জন্যও এটা বেশ স্বস্তিদায়ক সংবাদই বটে!