অনলাইন ডেস্ক :
গত বছরের লকডাউনে যখন অভিনেতা নিলয় আলমগীরের অগাধ অবসর, তখন অনলাইনে হুট করেই পরিচয় তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে। এরপর বন্ধুত্ব, প্রেম! আর চলতি বছরের লকডাউনে প্রেমকে পরিণতি দেন তারা। গত ৭ জুলাই হৃদিকে বিয়ে করেছেন নিলয়। হৃদি হোম ইকোনমিক্সের ছাত্রী। বাড়ি ঢাকার মগবাজারে। সোশ্যাল ওয়ার্ক ও লেখালেখিতেও যুক্ত আছেন তিনি। নিলয় বললেন, ‘আসলে ঘটনাটা ঘটেছে গত মাসে। ৭ জুলাই আমরা বিয়ে করি। এখন আমরা একসঙ্গেই থাকি। করোনার কারণে তেমন কাউকে জানাইনি।’ নিলয় জানালেন, তার বোন অস্ট্রেলিয়া থাকেন। ছুটি মিলিয়ে তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা। নিলয় আরও বলেন, ‘আমাদের জন্য দোয়া চাই, যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’ বিয়ের অনুষ্ঠানের আগে সম্ভব হলে ঢাকার বাইরে মধুচন্দ্রিমায় যাবেন তারা। যেহেতু এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে, তাই দেশের মধ্যেই কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরে আসতে চান নবদম্পতি।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম