January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 7th, 2022, 8:23 pm

এফডিসিতে আবারো নির্বাচন

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দুই বছর পরপর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ সেশনের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর বিএফডিসিতে অনুষ্ঠিত হবে। এবারে দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানা গেছে। কাজী হায়াৎ-শাহীন সুমনের নেতৃত্বে একটি প্যানেল অন্যটি মুশফিকুর রহমান গুলজার-জাকীর হোসেন রাজুর নেতৃত্বে নির্বাচন করবে। দুই প্যানেলেই খ্যাতনামা নির্মাতাসহ বর্তমান প্রজন্মের নির্মাতারা অংশ নিয়েছেন। এবারের নির্বাচন বেশ সাদা-মাটা ভাবেই হচ্ছে। নির্বাচন ঘিরে এখনো নেই কোনো উৎসবের আমেজ। তবে সাধারণ সদস্যরা বলছেন আর কিছুদিন গেলে নির্বাচনের উৎসবের আমেজ পাওয়া যাবে। সকাল নয়টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন পরিচালনার জন্য আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশনের সদস্য হচ্ছেন সামসুল আলম ও নিশান।