রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট অবস্থান নিয়েছে।
হলুদ ফিতা লাগিয়ে পুলিশ এলাকাটিকে অপরাধ স্থল হিসেবে চিহ্নিত করেছে।
নয়াপল্টনে সংঘর্ষ ও পুলিশের তৎপরতার একদিন পর বুধবার রাত থেকে ঢাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজয়নগর ও ফকিরাপুল মোড়ে নাইটিংগেল মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। বিএনপি কার্যালয়ের সামনে কোনো যানবাহন দেখা যায়নি।
এলাকায় সাঁজোয়া ও পুলিশের গাড়িসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বুধবারের সংঘর্ষের পর আজ সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি।
আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি কার্যালয়ে যেতে বাধা দেয়া হয়।
সকালে ঢাকার একটি আদালতে হাজির হওয়ার পর ফখরুল সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে পৌঁছালে পুলিশ তাকে বাধা দেয়।
—-ইউএনবি
আরও পড়ুন
অসহায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আরপিএমপি কমিশনার
পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারিতে জড়ালো ছাত্রদল, মোটরসাইকেল ভাংচুর
রাজশাহী শহরের নিজ বাসা থেকে অপহ্নত নারী চিকিৎসকে পাবনা সদর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার