অনলাইন ডেস্ক :
কলকাতা মহানগরীর সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। বছরের শেষেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ওই দিন বিকাল ৪টায় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, তৃণমূল সাংসদ ও অভিনেতা শত্রুঘœ সিনহা, পরিচালক মহেশ ভাট, জয়া বচ্চন, রানী মুখার্জি, কুমার শানু ও অরিজিৎ সিং। এছাড়াও থাকছে টলিউডের এক ঝাঁক শিল্পী। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস শনিবার কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এই কথা বলেন। এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, বন প্রতিমন্ত্রী ও সাঁওতালি অভিনেত্রী বিরবাহা হাঁসদা, তৃণমূল বিধায়ক এবং পরিচালক রাজ চক্রবর্তী, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, জুন মালিয়া প্রমুখ। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে পরিচালক ঋষিকেশ মুখার্জির ছবি ‘অভিমান’। ১৫ থেকে ২২ ডিসেম্বর সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের মোট ১৭৮টি ছবি দেখানো হবে। কলকাতার দশটি প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবিগুলো। এ প্রেক্ষাগৃহগুলো হলো- নন্দন-১, ২, ৩, নজরুল তীর্থ-১, ২, ৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবন। এদিন সংবাদ সম্মেলন থেকে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো উন্মোচন করা হয়। কলকাতা ২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ৪টি সিনেমা। এগুলো হলো পরিচালক মো. কাইয়ুমের এর ‘দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটারকক্স’, পরিচালক ফখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, পরিচালক গৌতম ঘোষের ‘মুজিব ইন ক্যালকাটা’ এবং পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমা। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ সিনেমাটি। আগামী ১৬ ডিসেম্বর নন্দন-১-এ সন্ধ্যা সাতটায় এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ সিনেমাটি দেখানো হবে। আগামী ১৬ ডিসেম্বর নন্দন-১-এ সকাল সাড়ে এগারোটায় দেখানো হবে ‘দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটারকক্স’ সিনেমাটি। দ্বিতীয়বার ২১ ডিসেম্বর নজরুল তীর্থ-১ মঞ্চে বিকাল ৪টার শোতে দেখানো হবে। ‘জেকে ১৯৭১’ সিনেমাটি আগামী ১৯ ডিসেম্বর বিকাল ৪টায় শোতে নন্দন-২-এ দেখানো হবে এই সিনেমাটি। দ্বিতীয়বার ২০ ডিসেম্বর রবীন্দ্র সদনে বিকাল ৪টার শোতে দেখানো হবে এই সিনেমাটি। ‘মুজিব ইন ক্যালকাটা’ ছবিটি দেখানো হবে ১৭ ডিসেম্বর নন্দন-১’-এ সন্ধ্যা সাতটার শোতে।
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’