January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 11th, 2022, 8:08 pm

‘কথা দিলাম’ সিনেমার প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র পরিচালক রাকিবুল আলম রাকিব নির্মাণ করেছেন ‘কথা দিলাম’সিনেমা। এটির প্রযোজক ও কাহিনিকার জসিম উদ্দিন আকাশ। আগামী ২৭ জানুয়ারি ‘কথা দিলাম’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে এর নির্মাতা সূত্রে জানা গেছে। কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের বিডি-২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমার মুক্তি সামনে রেখে কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিক প্রচারণা চলছে। দোহা আল মারকিয়ায় ‘কথা দিলাম’র লোগোযুক্ত টি-শার্ট গায়ে জড়িয়ে প্রচারণার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করেন কাতার সফরত জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন, দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন, বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসীম উদ্দিন আকাশ, বিডি-২৯ মাল্টিমিডিয়ার ব্রান্ডিং ম্যানেজার আনোয়ার হোসেন মামুন, কণ্ঠশিল্পী ইসরাক আলিম আপনসহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা। ‘কথা দিলাম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবরিনা কেয়া, জামশেদ শামীম, সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, আন্জুমান শিরীন, হাসিমন, সূচনা শিকদার, জাহিদ ইসলাম, এস রাহুল, তাহমিনা মনাসহ অনেকে।