জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুর জেলার ঝিনাইগাতীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত। দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় ডিজিটাল বাংলাদেশ দিবসের সুফল তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রাম অফিসার শেখ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে দিবসের তাৎপর্য ও প্রগতিশীল প্রযুক্তি, অর্ন্তভুক্তিমূলক উন্নতি প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, এস আই রাজীব সাহা, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ হারুন অর রশীদ, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক ও সাংবাদিক হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ বর্তমান সরকার জনসাধারণের জন্যে ডিজিটালের সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন
বৃটেনের কার্ডিফ শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন
খুলনায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবীতে মানববন্ধন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ