অবৈধপথে ভারতে গিয়ে আটক হওয়ার এক বছর পর দেশে ফিরলেন সাত বাংলাদেশি যুবক। রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলো-মুন্না খান (৫৩) আরিফুল ইসলাম (১৯), তোফায়েল আহম্মেদ (৩৪), হুমায়ুন কবির (২৮) আরিফুল হক (৩০), আল আমীন (৩০), মোকসেদ আলী (৩৩)।
এদের বাড়ি দেশের যশোর, সাতক্ষীরা, নরসিংদী ও ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রান্তে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে চেন্নাই পুলিশের হাতে তারা আটক হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে এক বছরের সাজা দেয়া হয়।
কারাভোগ শেষে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হাস্তান্তর করে।
এ সময় বিজিবি-বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিলেন।
তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন ভারত ফেরত সাত বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছেন।
অফিসিয়াল কার্যক্রম শেষে তাদেরকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।
সংস্থাটি পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫