কুবি প্রতিনিধি :
‘শুধু ক্যাম্পাস নয়, আমি চাই শিক্ষার্থীদের মনও পরিষ্কার হোক। যেন তারা বিশ্বের দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।’ মঙ্গলবার (১৩নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় তিনি আরও বলেন, ‘এমন একটি কাজে সম্পৃক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের আমি বলতে চাই তোমরা শুধু আজকের জন্য না, সবসময়ের জন্য তোমার ক্যাম্পাসকে পরিষ্কার রাখবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে কর্মসূচি শুরু হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির প্রতিপাদ্য ছিলো “বিশুদ্ধ বায়ু, পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ পৃথিবী সবুজ বাংলাদেশ”।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন
পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে হঠাৎ পরীক্ষা স্থগিত করায় বিপাকে হাজারো পরীক্ষার্থীবৃন্দ
বেরোবিতে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা: ৬ মাসেও কাউকে চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি
রাবিতে আওয়ামীপন্থি ডিনদের অফিসে তালা, শিক্ষার্থীদের ‘জিরো টলারেন্স’ কর্মসূচি