Wednesday, December 14th, 2022, 1:05 pm

ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বুধবার সকালে দুটি তেলবাহী ট্রাকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১২ মিনিটে দুটি তেলবাহী ট্যাংকার ট্রাকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ১১টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানায় ফায়ার সার্ভিস।

তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

—-ইউএনবি