অনলাইন ডেস্ক :
র্যাঙ্কিং শীর্ষে ওঠার পর মার্নাস লাবুশেনের দৃষ্টি এবার রেটিং পয়েন্টের চূড়ার পানে। সেই পালায় নিজেকে ছাড়িয়ে তিনি স্পর্শ করলেন বিরাট কোহলিকে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টের তালিকায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ছুঁয়ে ফেললেন ভারতীয় গ্রেটকে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং সুখবর বয়ে এনেছে ইশান কিষানের জন্য। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বিধ্বংসী ওই ডাবল সেঞ্চুরিতে ভারতের তরুণ ব্যাটসম্যান এক লাফে এগিয়েছেন ১১৭ ধাপ। র্যাঙ্কিংয়ের খেলায় উন্নতি-অবনতির চলেছে যথারীতি এই সপ্তাহেও। তবে সবচেয়ে আলোচিত হয়তো লাবুশেনের রেটিং পয়েন্টই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে জো রুটকে সরিয়ে তিনি শীর্ষে ওঠেন গত সপ্তাহে। এবার সিরিজের দ্বিতীয় টেস্টে আরেকটি সেঞ্চুরি করে তিনি সংহত করেন নিজের অবস্থান। ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট এখন ৯৩৭। কোহলির ক্যারিয়ার সর্বোচ্চ রেটিংও ৯৩৭। সর্বকালের সেরা রেটিং পয়েন্টের তালিকায় দুজন যৌথভাবে আছেন একাদশ স্থানে।
সর্বকালের সেরা রেটিং পয়েন্টের রেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান কিংবন্তির পয়েন্ট ছিল ৯৬১। তখন অবশ্য র্যাঙ্কিং বলে কিছুর অস্তিত্ব ছিল না। তবে র্যাঙ্কিং চালুর পর এই মানদ- অনুসরণ করে র্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের সব পারফরম্যান্সকে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে লাবুশেনের চেয়ে বেশি রেটিং পয়েন্ট আছে কেবল স্টিভ স্মিথের ৯৪৭ ও রিকি পন্টিংয়ের ৯৪২। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্টে লাবুশেনের রান ৫০২। র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা স্মিথের সঙ্গে তার ব্যবধান এখন ৬২ পয়েন্টের। এই সিরিজের শেষ টেস্টে ১৭৫ ও অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া ট্রাভিস হেড ছয় ধাপ এগিয়ে উঠেছেন সাত নম্বরে। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুক এগিয়েছেন ১৫ ধাপ (৫৫তম)। বোলিংয়ে চিরসবুজ জেমস অ্যান্ডারসন এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে উঠেছেন দুইয়ে। তার সতীর্থ পেসার অলিভার রবিনসন ছয়ে এসেছেন তিন ধাপ এগিয়ে। মুলতান টেস্টেই অভিষেকে ১১ উইকেট নিয়ে চমক জাগানো পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ র্যাঙ্কিংয়ে প্রবেশ করেছেন ৬০ নম্বরে থেকে। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বাইরে থাকার পর শেষ ম্যাচে সুযোগ পেয়ে কিষান করেন ১৩১ বলে ২১০। র্যাঙ্কিংয়ে ১১৭ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৩৭তম। একই ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি দুই ধাপ উন্নতি করে এখন আছেন আটে। দুই ধাপ পিছিয়ে নয়ে নেমে গেছেন রোহিত শর্মা।
আরও পড়ুন
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের