অনলাইন ডেস্ক :
বিবিসির অনুষ্ঠান টপ গিয়ারের উপস্থাপক হিসেবেও পরিচিতি আছে সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের। আর সেই অনুষ্ঠানের শুটিং করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তার পর তো এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও নেওয়া হয়েছে তাকে। দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে সোমবার। তখন সারের ডানসফোল্ড পার্ক অ্যারোড্রমে বরফ আবৃত কন্ডিশনে তার অনুষ্ঠানের শুটিং চলছিল। বিবিসি বিবৃতিতে জানিয়েছে, ‘টপ গিয়ার টেস্ট ট্র্যাকে ফ্রেডি দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে তাকে তাৎক্ষণিকভাবে সেবাও দেওয়া হয়েছে। আরও ভালো চিকিৎসার জন্যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ দ্য সান জানিয়েছে, ফ্লিনটফ যে আঘাত পেয়েছেন। তাতে কোনো মৃত্যু ঝুঁকি নেই। এমন ঘটনা সাবেক ইংলিশ অলরাউন্ডারের জীবনে এবারই প্রথম নয়। ২০১৯ সালে এই টপ গিয়ারের একটি পর্ব করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছেন। তখন তার গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১২৫ মাইল!
আরও পড়ুন
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের