জেলা প্রতিনিধি, শরীয়তপুর, (ডামুড্যা) :
গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের পান্নার সুমেইল এর সামনে অটো ও নছিমনের সংঘর্ষে ১ জনের মৃত্যু। ১৪ ডিসেম্বর সোমবার সখিপুর থানায় আশিনগর ইউনিয়নের আজিজ হালাদারে গ্রামের মোঃ আব্দুল কাদের এর ছেলে সানাউল্লাহ (৩২) মৃত্যু হয়। জানা গেছে সানাউল্লাহ একজন অটো চালক। সকাল ৬ ঘটিকার সময় আশিনগর থেকে যাত্রী বোঝাই করে বালু চরের দিকে যাওয়ার পথে অপর দিকে ইট বোঝাই করে নছিমন বেপোরো গতিতে আসার পথে অটোর সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। অটো চালক সাথেই সাথেই মারা যায়। পথচারীরা তাকে ডামুড্যা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নছিমনের ড্রাইভার পালিয়ে যায়।
আরও পড়ুন
দুটি হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার
কুলাউড়ায় আলোচিত স্কুলছাত্রী আনজুম হত্যা- খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জু
রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত