জেলা প্রতিনিধি, রামগড় :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে ১০ কেজি গাঁজা ও চোলাই মদসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা আটককৃতরা হচ্ছে, ধুনচাই মারমা(২১) ও সুইচিং মারমা(২১)। বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাতে উপজেলার মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী এদের আটক করে।
লক্ষ্মীছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ বলেন, মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন
ডামুড্যা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ইন্টার্নশীপের তিন মাসের ভাতা আদায়ের দাবিতে মানববন্ধন
শাহজাদপুরে প্রয়াত বিএনপি নেতা শামীমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত