জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কৃর্তপক্ষ মহান বিজয় দিবস উদযাপন করেছে। শুক্রবার সকাল ৯ টায় পায়রা বন্দরের উদ্যোগে উপজেলা সদরের একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল ও কলাপাড়া থানার ওসি মো. জসিম।
বক্তারা দেশ স্বাধীনের ইতিহাস তুলে ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর বড় ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা