January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 18th, 2022, 9:46 pm

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

কুমিল্লার দেবীদ্বারে সড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ফুলগাছ তলা এলাকায় এ ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যায়। অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

মারাত্মক আহত অবস্থায় আরও একজনকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আরিফ (১৭) ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের ব্যবসায়ী মো. শরীফ মিয়ার ছেলে।

ইরফান (১৪) দেবিদ্বার উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামের মতিন মিয়ার ছেলে।

আহত ব্যক্তি হলেন-দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে জীবন দাস (১৪)।

স্থানীয়দের বরাত দিয়ে দেবিদ্বার থানা পুলিশ জানায়, বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ফুলগাছ তলায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিফ মারা যান।

পরে কুমিল্লায় হাসপাতালে নেয়ার পর ইরফান মারা যান। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে৷ মামলা প্রক্রিয়াধীন।