January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 19th, 2022, 8:29 pm

ফিলিপাইনে কলেরায় ৬৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে এ বছর কলেরায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া। কর্তৃপক্ষ বলছে, গত বছরের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা ২৮২ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই বছরের জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পাঁচ হাজার ৮৬০টি কলেরা সংক্রমণের ঘটনা ঘটেছে। ক্রমবর্ধমান সংক্রমণের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন কর্মকর্তারা। মধ্য ফিলিপাইনের ইস্টার্ন ভিসায়াস অঞ্চলে সর্বোচ্চ তিন হাজার ৬০০-এরও বেশি মানুষের সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ফিলিপাইনের দাভাও অঞ্চল আট শতাধিক এবং ম্যানিলার উত্তরে সেন্ট্রাল লুজন অঞ্চলে তিন শতাধিক মানুষের কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে নজরদারি এবং প্রতিক্রিয়া ব্যবস্থা জোরালো করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভৌগলিক কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাংক বলছে, দেশটি গত ১০ বছর ধরে প্রায় প্রতি বছরই অত্যন্ত ধ্বংসাত্মক টাইফুনের মুখোমুখি হয়ে আসছে।