অনলাইন ডেস্ক :
কোপা আমেরিকার লড়াইয়ের পর ফের মুখোমুখি হচ্ছে ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল। আগামী ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সর্বশেষ সভায় এই অঞ্চলের বাছাই পর্ব সূচি চূড়ান্ত হয়। আগামী ২ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, একই দিনে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল, ওই দিন আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে। গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এ নিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো শিরোপা জিতলো আর্জেন্টিনা। উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার ওপরে ব্রাজিল। ৬ ম্যাচের প্রতিটিতেই জেতা নেইমারদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ