জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্ব করেন। অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাব এবং সাংবাদিক সমাজের সভাপতি সাজু আহম্মেদ লাল, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, সমাজ অফিসার মোসাদ্দেকুর রহমান। আরো বক্তব্য রাখেন সাংবাদিক কমল কান্ত রায়, আব্দুল বারী স্বপন, আব্দুল আলীম প্রামানিক, মিজানুর রহমান লুলু, জাকিরুল ইসলাম মন্টু, আব্দুল মতিন অভি, সুজন আহম্মেদ, নির্মল রায়, আব্দুল বারী বাবু, বাবুল মিয়া, আব্দুল বারী দুলাল, নুরুল হুদা নাহিদ, আব্দুর রহিম পায়েল প্রমূখ। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না গঙ্গাচড়া উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, নাহিদ তামান্না গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ১৫ ডিসেম্বর যোগদান করেন।

আরও পড়ুন
র্যাবের যৌথ অভিযানে রংপুরের জোড়া খুনের আসামি ঢাকা থেকে গ্রেফতার
রংপুর রেঞ্জের আনসার ও ভিডিপি‘র কার্যক্রম ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই