জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাম্প্রতিক বিক্ষোভের সময় ইরানের অধিকার লঙ্ঘন পর্যালোচনা করার জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান হিসেবে বাংলাদেশের সারা হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার কাউন্সিল টুইটারে জানিয়েছে যে সংস্থাটির প্রেসিডেন্ট ফেদেরিকো ভিলেগাস বাংলাদেশের সারা হোসেনকে মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। তাছাড়া মিশনের অন্যান্য সদস্যদেরও নিয়োগ দেয়া হয়।
২৪ নভেম্বর মানবাধিকার কাউন্সিল ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য একটি স্বাধীন, আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠা করে।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০