December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 21st, 2022, 8:18 pm

লিভারপুলেই যেতে বেশী আগ্রহী এনজো ফার্নান্দেজ

অনলাইন ডেস্ক :

নতুন বছরে বেনফিকা ছাড়লে লিভারপুলেই যাবার ব্যপারে বেশী আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার জুলাইয়ে পর্তুগীজ জায়ান্ট দলে যোগ দেন। ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি রিভার প্লেট থেকে বেনফিকায় যোগ দিয়েছিলেন। ফার্নান্দেজ এরপর থেকে বেনফিকার জার্সি গায়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এ পর্যন্ত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৪ ম্যাচে তিন গোল করা ছাড়াও পাঁচটি এ্যাসিস্ট তার রয়েছে। অল-রাউন্ড এই মিডফিল্ডার ২০২২ বিশ^কাপ বিজয়ী আর্জেন্টিনার হয়ে নিজেকে কাতারে মেলে ধরেছিলেন। তারই পুরস্কার হিসেবে টুর্ণামেন্ট সেরা উদীয়মান খেলোয়াড়ের ট্রফিও তিনি জয় করেছেন। জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর নি:সন্দেহে ইউরোপে প্রয় সব দলের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিনত হবেন ফার্নান্দেজ। ইতোমধ্যেই বাজারে গুঞ্জন রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তার প্রতি আগ্রহ দেখিয়েছে। সাম্প্রতিক রিপোর্টের সূত্র ধরে জানা গেছে লিভারপুল বস জার্গেন ক্লপ ২০২২-২৩ মৌসুমের পর ফার্নান্দেজের সাথে চুক্তি করতে নীতিগতভাবে রাজী হয়েছেন। এদিকে আরেকটি রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে আর্জেন্টাইন এই তারকা কিংবা বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ তারকা জুড বেলিংহ্যামকে নেবার ব্যপারে কোন আগ্রহ দেখাবে না। বিশ^কাপে বেলিংহ্যামও ইংল্যান্ডের হয়ে মধ্যমাঠ মাতিয়েছেন। ফার্নান্দেজের সাথে বেনফিকার এখনো সাড়ে চার বছরের চুক্তি বাকি আছে। ডেইলি মিরর জানিয়েছে এ্যানফিল্ডই শেষ পর্যন্ত ফার্নান্দেজের পরবর্তী গন্তব্য হতে পারে। গত গ্রীষ্মে ডারউইন নুনেজকে বেনফিকা থেকে দলে ভিড়িয়েছে লিভারপুল। ক্লাব রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডে এই উরুগুইয়ানকে দলে ভিড়িয়েছে রেডরা। দুই বছর আগে বেনফিকা রুবেন ডিয়াসকে ম্যানচেস্টা সিটিতে ৬৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি করে দিয়েছিল। তবে ২০১৯ সালের গ্রীষ্মে ফরোয়ার্ড হুয়াও ফেলিক্সকে ছেড়ে দিয়ে বেনফিকা এ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে ১১৪ মিলিয়ন পাউন্ড আয় করেছিল। লিভারপুলের ইচ্ছে দলে নতুন কোন সেন্টার মিডফিল্ডার না ভিড়িয়ে বরং দীর্ঘমেয়াদী চুক্তিতে আর্থার মেলোকে জুভেন্টাস থেকে ধারে দলে রেখে দেয়া। ইনজুরির কারণে এখনো প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি মেলোর। লিভারপুল বর্তমান প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা ১৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে।