টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ঢাক-উত্তরবঙ্গ রেললাইন থেকে বৃহস্পতিবার সকালে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজলার কাশিনাথ গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর সিকদার ও একই উপজেলার আহমদপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে সজিব।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে পাবনা ফেরার পথে বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কালিহাতীর হাতিয়ায় পৌঁছনোর পর একটি বাস তাদের প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তারা গাড়ি থেকে নেমে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে থাকে।
তাদের ধারণা- পরবর্তী সময়ে তারা ট্রেনে কাটা পড়ে মারা যায়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্মকর্তা ফজলুল হক এই দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগের এমপি শম্ভুর জমি ক্রোক, ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ