January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 22nd, 2022, 8:11 pm

দীর্ঘদিন পর ইংল্যান্ড দলে আর্চার

অনলাইন ডেস্ক :

ইংলিশ পেস তারকা জোফরা আর্চারের কথা হয়তো অনেকে ভুলেই গিয়েছিলেন। দুর্দান্ত এই পেসার ক্যারিয়ারের উত্থান লগ্নেই চোটের সঙ্গে লড়াই করছেন। একের পর এক চোটের সঙ্গে লড়াইয়ে অবশেষে তিনি জয়ী হয়েছেন। তাই দীর্ঘ দুই বছর পর আর্চারকে দেখা গেল ইংল্যান্ডের জাতীয় দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন এই পেসার। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। আর্চার সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০২১ সালের মার্চে ভারত সফরে। সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ। এরপর কনুইয়ের সমস্যায় পড়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান। এরপর পিঠের নিচের দিকে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে চলতি বছর ঘরোয়া লিগেও খেলতে পারেননি।
ইংল্যান্ড ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), মইন আলী, জোফরা আর্চার, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস।